শিরোনাম

পাটুরিয়ায় ফেরিডুবি ৫ দিনেও খোঁজ হুমায়ুন

Views: 37

বরিশাল অফিস :: পাটুরিয়া নৌ- রুটের পাটুরিয়া ঘাটে ফেরী ডুবির ৫ দিনেও খোঁজ মেলেনি ফেরীর ইঞ্জিন মাস্টার (যন্ত্রচালক) হুমায়ুন কবিরের (৩৯)। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়ার মাটিভাংগা গ্রামে চলছে শোকের মাতম।

বাড়িতে তাঁর এক স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। পাটুরিয়ায় ৫ নং ঘাটের কাছে ঘন কুয়াশার কারণে গত বুধবার সকালে রজনীগন্ধা নামের ফেরিটি ডুবে যায়। ফেরীতে থাকা ২০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনোও নিখোঁজ আছেন হুমায়ুন।

তাঁর মেয়ে কামরুন্নাহার বলেন,ফেরী ডুবির ঘটনা ঘটেছে পাঁচ দিন এখন পর্যন্ত আমার বাবার খোঁজ মেলেনি। আমরা বাবাকে ফেরত চাই। সাবেক ইউপি সদস্য মো: মনসুর আলী বলেন,হুমায়ুন কবির ছিল তাদের পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। এখন তাদের ভরনপোষণ এর জন্য কেউ রইল না। দুটি মেয়ে ও ছেলে পড়াশোনা এখন অনিশ্চিত।
আশাকরি সরকার তাদের দায়িত্ব নেবে।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন,সে একজন সরকারি চাকরিজীবী। তাই সরকারি বিধি মোতাবেক তার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *