বরিশাল অফিস :: বরগুনার পাথরঘাটার বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া হরিণটি সুস্থবোধ করছে। এটিকে চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে পাথরঘাটার হরিণঘাটা ইকোপার্কের জঙ্গলে হরিণটি অবমুক্ত করা হয়।
এর আগে গত মঙ্গলবার বিষখালী নদীতে ভাসমান অবস্থায় হরিণটিকে উদ্ধার করে কোস্টগার্ড। পরে উদ্ধারকৃত হরিণটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এ সময় হরিণটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের গুরুতর জখম দেখা যায়। বন বিভাগ অসুস্থ হরিণটিকে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় নেয়। তিন দিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে হরিণটিকে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম খালেদ, অমল তালুকদার, জাকির হোসেন খান ও ইমরান হোসাইন প্রমুখ।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় হরিণটি উদ্ধার করে কোস্টগার্ড। হরিণটি অসুস্থ থাকায় তিন দিন চিকিৎসা শেষে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।