শিরোনাম

পাথরঘাটায় বিষটোপ দিয়ে মাছ শিকারের সময় তিন কিশোরকে আটক

Views: 37

বরিশাল অফিস: বরগুনার পাথরঘাটায় পর্যটন কেন্দ্র হরিণঘাটায় বিষটোপ দিয়ে মাছ শিকারের সময় তিন কিশোরকে আটক করেছে বন বিভাগ। সোমবার (২৮ আগস্ট) বিকেলে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো চরলাঠিমারা গ্রামের ফরিদ শিকদারের ছেলে মো. নয়ন, বেল্লাল হোসেনের ছেলে মো. বাইজিদ ও শহীদ শিকদারের ছেলে মো.সাইফুল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই হাজার টাকা করে তিনজনকে মৎস্য প্রাণী সংরক্ষণ আইনে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

বন বিভাগের বিট কর্মকর্তা আল-আমিন বলেন, হরিণঘাটা বনের মধ্যে খালে মাছ শিকারের জন্য বিষ দেয়। এ সময় হাতে নাতে এলাকাবাসী আটক করে বন বিভাগকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ওই তিনজনকে আটক করা হয়।

তিনি আরো জানান, এর আগেও এ বনের খালে বিষ দিয়ে মাছ মাছ শিকার করে। এ বিষে শুধু মাছ মারা যায় তা নয়, ওই খালের পানি পান করে হরিণসহ বন্যপ্রাণী মারা যায়। আটককৃতরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের শিশু আইনের আওতায় আনা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, দুই হাজার টাকা করে তিনজনকে মৎস্য প্রাণী সংরক্ষণ আইনে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশকর্মী শফিকুল ইসলাম খোকন বলেন, প্রায়ই বিষ দিয়ে মাছ শিকার করা হচ্ছে। খালে বিষ দিয়ে শুধু মাছ শিকারই করছে না, এ পানি পান করার সময় হরিণসহ বন্যপ্রাণী নিধন হচ্ছে। এরকম চলতে থাকলে একটা সময় শুধু বন্য প্রাণী বিলুপ্ত হবে না, বন ও পরিবেশ ধংস হয়ে যাবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *