চন্দ্রদ্বীপ নিউজ : ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত সোমবার দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। অবসান হয়েছে তার ১৬ বছরের শাসনামলের। আওয়ামী লীগ সভানেত্রী পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদেও হচ্ছে রদবদল। পরিবর্তনের দাবি উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও (বাফুফে)।
আ হ ম মোস্তফা কামালের পর ২০১৪ সাল থেকে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন পাপন। আর সালাউদ্দিনও বাফুফেতে আছেন এক যুগ ধরে। ২০১২, ২০১৬ ও সর্বশেষ ২০২০ নির্বাচনে জয়ী হয়ে বাফুফে প্রধানের চেয়ারে বসে আছেন সালাউদ্দিন। তার আমলে বাংলাদেশ ফুটবলে উল্লেখযোগ্য কোনো উন্নতি করেনি। তাই তাদের দুইজনের ওপরই ক্ষোভ আছে ভক্তদের।
বিসিবি ও বাফুফেতে পরিবর্তন আসতে পারে কি না, জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘নেতৃত্বের ব্যক্তি নিয়ে কথা বলা উচিত নয়। আমরা প্রসেসের জন্য, সিস্টেমের জন্য আন্দোলন করেছি। সিস্টেমে বিশ্বাস করি, আমরা সিস্টেমের সংস্কার করব। একটা সিস্টেম প্রতিষ্ঠা করব, সেখানে যিনিই নেতৃত্বে আসবেন, প্রতিষ্ঠান হিসেবে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব।’
আগামী ৩ অক্টোবর শুরু হতে যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের এই রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সেই আয়োজন হুমকির মুখে পড়েছে কি না সেটি নিয়েও চলছে আলোচনা। এমনকি আইসিসিও বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কার কথা ভাবতে শুরু করেছে।
তবে আসিফ মাহমুদ আশার কথাই বললেন, ‘আমি এখন থেকেই তৎপরতা শুরু করেছি। আশা করি, এটা (নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ) বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময়ে যদি এ রকম কিছু ঘটে, তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে।