শিরোনাম

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট পুনরায় চালু

Views: 6

প্রায় দুই মাসের রক্ষণাবেক্ষণ কাজ শেষে পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সোমবার রাতে পুনরায় চালু হয়েছে। এর ফলে দেশের বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ সরবরাহে ভূমিকা রাখছে কেন্দ্রটি।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ সোমবার রাত সাড়ে ৯টা থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। জাতীয় গ্রীডে কেন্দ্রের উভয় ইউনিট থেকে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

প্ল্যান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে মঙ্গলবার বেলা ১১টায় এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বছরের ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। রক্ষণাবেক্ষণ শেষে পুনরায় এটি চালু করা হয়েছে।

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে অবস্থিত। এটি দেশের অন্যতম বৃহৎ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছে এই কেন্দ্রটি, যা পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব কমিয়ে আনতে সক্ষম।

এই বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় জাতীয় গ্রীডে বিদ্যুতের সরবরাহ স্থিতিশীল হবে এবং দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

মো: আল-আমিন
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *