বরিশাল অফিস: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটি থেকে পড়ে গিয়ে সাইফুল হাওলাদার (৩৫) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, সাইফুল ওই উপজেলার লালুয়ার মাঝের হাওলা গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে প্রথম টার্মিনালের জেটিতে অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিল সাইফুল। এ সময় তিনি পা ফসকে রবানাবাদ নদীতে পড়ে গেলে রডের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে ডুবে যান। পরে অন্যান্য শ্রমিক ও পায়রা বন্দরের ডুবুরি দল উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিশ্বাস বলেন, সাইফুল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে, তবে ওই শ্রমিক কাজ করার সময় তার সেফটি পোশাক ছিল কিনা, সেটি খতিয়ে দেখার অনুরোধ করছি।
পায়রা বন্দরের সহকারী প্রকৌশলী (সিভিল) আজেদুল সরকার বলেন, ওই শ্রমিকের মৃত্যু হয়েছে এটা শুনেছি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সেটি পরে জানানো হবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. আবদুল করিম বলেন, ওই শ্রমিকের মাথায় আঘাত লেগেছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
সার্বিক বিষয়ে কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে।