পটুয়াখালীর পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
সরকারি আদেশে জানানো হয়েছে, প্রেষণে রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে পায়রা বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে জানানো হয়, এতদিন পায়রা বন্দরের চেয়ারম্যানের দায়িত্ব পালনকারী রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে তার মূল দায়িত্বে ফেরত পাঠানো হয়েছে। তার চাকরি এখন সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত থাকবে।
এছাড়া পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন মো. জাহিদ হোসেনকেও নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার পরিবর্তে ক্যাপ্টেন মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরীকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
পায়রা বন্দর দেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর একটি, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। নতুন নেতৃত্বের অধীনে বন্দরের কার্যক্রম আরও গতিশীল এবং উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম