পটুয়াখালীর ছোট আউলিয়াপুরে নুরজাহান বেগম (৪৫) নামে এক গৃহবধূকে নির্মমভাবে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তার স্বামী নুর মোহাম্মদ হাওলাদারকে আটক করেছে।
রবিবার (৫ জানুয়ারি) ভোররাতে সদর উপজেলার বলাইকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
নুরজাহানের পুত্রবধূ রোজি আক্তার ও নুপুর আক্তার জানিয়েছেন, দ্বিতীয় বিয়ে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন রাতে নুর মোহাম্মদ তার স্ত্রীকে তালাক দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। তবে পুত্রবধূদের হস্তক্ষেপে রাতের বিবাদ সাময়িকভাবে থেমে যায়। সবাই ঘুমিয়ে পড়ার পর রাত ৩টার দিকে নুর মোহাম্মদ গলা কেটে নুরজাহানকে হত্যা করে পালিয়ে যান।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ জানান, “আমরা ঘটনার পরপরই অভিযান চালিয়ে নুর মোহাম্মদকে আটক করেছি। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি পারিবারিক কলহের জের ধরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।”
এ হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নুরজাহানের স্বজনরা দ্রুত দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম