দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পার্বতী থিরুভোথু সম্প্রতি এক সাক্ষাৎকারে তার সহকর্মী, দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানকে প্রশংসিত করেছেন। মালয়ালম সিনেমা ‘থাঙ্গালান’-এ গ্ল্যামারহীন রূপে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করা পার্বতী, জয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেছেন, “জয়া অভিনেত্রী হিসেবে তুখোড়। আমরা শুটিংয়ের সময় বেশ ভালো সময় কাটিয়েছি এবং ভবিষ্যতে তার সঙ্গে আরও কাজ করার ইচ্ছে রয়েছে।”
জয়া আহসান এবং পার্বতী থিরুভোথু একসঙ্গে অভিনয় করেছেন বলিউডের ওয়েব ফিল্ম ‘কড়ক সিং’-এ। ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের মন জিতে নিয়েছে। পার্বতী জয়ার সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তার অভিনয়ের গুণাবলীকে সপ্রশংসে তুলে ধরেছেন।
পার্বতী তার নতুন ছবি ‘থাঙ্গালান’ নিয়ে বলেন, “এখানে গ্ল্যামারাস চরিত্রে অভিনয় না করলেও ছবিতে আমার মেকআপ করতে অনেক বেশি সময় লেগেছে। প্রতিদিন প্রায় আড়াই ঘণ্টা মেকআপের পেছনে সময় দিতাম। তাপমাত্রা ছিল অত্যন্ত উচ্চ, তবে পরিচালক চান যে তাপের মধ্যে শুটিং করানো হোক, তাই আমাদের কৃষিকাজও করতে হয়েছে। এই অভিজ্ঞতা একদম আলাদা ছিল এবং ছবির লুক আমার কাছে দারুণ ভালো লেগেছে।”
দক্ষিণ ভারতীয় সিনেমায় দাপটের সঙ্গে কাজ করা পার্বতী বলিউডের ছবিতে খুব কমই দেখা দেন। তিনি বলেন, “আমি হিন্দি ছবিতে কাজ করতে চাই, কিন্তু আমাকে ডাকা হয় না। দক্ষিণি শিল্পীদের মধ্যে কিছু সমস্যা থাকে, কিন্তু আমি তো ছোট থেকেই হিন্দি শিখেছি। বাবা আর্মিতে ছিলেন, তাই আমি উত্তর ভারতীয়দের সঙ্গে হিন্দিতে কথা বলেছি।”
পার্বতী বলেন, “‘করিব করিব সিঙ্গেল’ ছবিটি আমার হৃদয়ে বিশেষ স্থান পেয়ে আছে। এই ছবিতে আমার সবচেয়ে বড় প্রাপ্তি ছিল ইরফান খানের সঙ্গে অভিনয় করা। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল দুর্দান্ত, কারণ তিনি ছিলেন এক উদার মনের মানুষ।”