পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে নাজিরপুর থানা পুলিশ। রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিরোজপুর-ঢাকা মহাসড়কের চিথলিয়া এলাকা থেকে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ,কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিম পাড়া এলাকার আনোয়ার আলীর ছেলে মনির আলম (৪০) এবং একই ক্যাম্পের জাহিদ হোসেনের ছেলে মো. শফিক (২১)।
এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান রাতে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “আটকরা কি উদ্দেশ্যে আসছিল কিংবা তাদের কারা এখানে এনেছে, সে বিষয়ে এখনও কিছু নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আমরা খতিয়ে দেখছি কাদের মাধ্যমে তারা এখানে এসেছে এবং তাদের আসার উদ্দেশ্য কি।”
এ ঘটনায় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে এবং আটক যুবকদের সাথে যোগাযোগ করে তাদের উপস্থিতির কারণ জানার চেষ্টা করছে।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম