বরিশাল অফিস :: পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার গৌরিপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে গত ৮ই অক্টোবর রাতে একটি মুদি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দোকানের বেড়া ও কিছু মালামাল পুড়ে গিয়ে আনুমানিক ২০,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ঘটনার সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা হাজী আশ্রাব আলী (৭৫) তার মুদি দোকানটি স্থানীয় ব্যবসায়ী হুমায়ূন কবিরকে ভাড়া দেন। প্রতিদিনের মতো হুমায়ূন দোকান বন্ধ করে রাত ১২টার দিকে বাড়ি যান। তবে রাত আনুমানিক ১টার দিকে বাজারের নৈশপ্রহরী মোঃ সোহাগ আগুন দেখতে পান এবং চিৎকার করে স্থানীয়দের ডাকেন। দ্রুত স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে দোকানের বেড়া ও কিছু মালামাল পুড়ে যায়।
দোকানের মালিক হাজী আশ্রাব আলী অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরে একই গ্রামের মোঃ লোকমান ডাক্তার (৩২) তার দোকানে অগ্নিসংযোগ করেছেন বলে সন্দেহ করছেন। এর আগে লোকমান ও তার লোকজন এনিয়ে তাকে একাধিকবার মৌখিক হুমকি দিয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, এর ধারাবাহিকতায় লোকমান ডাক্তার ও অজ্ঞাতনামা কয়েকজন মিলেই এই ঘটনা ঘটিয়েছে।
এলাকাবাসী এবং স্থানীয় ব্যবসায়ীদের পরামর্শে হাজী আশ্রাব আলী আইনি সহায়তার জন্য এরই মধ্যে ভান্ডারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত কর্মকর্তা ) মিলন মন্ডল জানান, তদন্ত প্রক্রিয়া চলছে এবং শীঘ্রই অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।