এস এম পারভেজ (পিরোজপুর): বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাষ্ট থেকে পিরোজপুরে অসহায়, অস্বচ্ছল ও দুর্ঘটনায় আহত তিন জনকে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান।
অনুদানপ্রাপ্তরা হলেন- গনমাধ্যম কর্মী মোঃ নজরুল ইসলাম, প্রাক্তন গনমাধ্যম কর্মী হুমায়ুন কবীর ও গনমাধ্যম কর্মী মোঃ রেজওয়ান উসলাম। পরে জেলা প্রশাসক তাদের হাতে পৃথকভাবে ৫০ হাজার, ১ লাখ ৫০ হাজার ও ১ লাখ টাকার মোট ৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায় ও অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলামসহ গনমাধ্যম কর্মীরা উপস্তিত ছিলেন।