এস এম পারভেজ (পিরোজপুর): জেলায় এডিস মশার প্রাদূর্ভাব আবারও আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার মঠবাড়িয়া উপজেলায় আরও ১ জন রোগীর মৃত্যু হয়েছে। এই নিয়ে ওই উপজেলায় ২ জন ও নেছারাবাদ উপজেলায় ১ জনসহ মোট ডেঙ্গুতে মৃত্যুবরন করেছে ৩ জন। জেলা হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘন্টায় ভর্তি আছেন আরও ৪১ জন রোগী। একই সময় জেলার ৭ টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন মোট ১২০ জন রোগী। ডেঙ্গুর প্রাদূর্ভাব শুরু থেকে এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ২ হাজার ৬০ জন রোগী।
তবে ডেঙ্গুর হাত থেকে বাঁচতে হলে সচেতনতার কোন বিকল্প নেই বলে মনে করেন জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) নিজাম উদ্দিন। তিনি আরও বলেন, অভিভাবকদের এ বিষয় আরও সতর্ক থাকতে হবে এবং জ্বর অনুভব করলে কোন প্রকার অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ জরুরী। এদিকে, জেলায় বাজার মনিটরিং না থাকায় ডেঙ্গুর জন্য অতি প্রয়োজনীয় তরল পানীয় হিসাবে রোগীর ডাবের পানির কোন বিকল্প নেই। কিন্তু সেই ডাবের মূল্য বিভিন্ন হাট-বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ছোট একটি ডাবের মুল্য ৭০ টাকা থেকে বড়টির মূল্য ১২০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে বলে অভিযোগ করছেন রোগীর স্বজনরা।