শিরোনাম

পিরোজপুরে চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষক প্রতিনিধি সভা

Views: 4

পিরোজপুরে চাকরি জাতীয়করণের দাবিতে অনুষ্ঠিত হয়েছে এক সভা। ১৫ জানুয়ারি, বুধবার, শহরের এপেক্স ক্লাব মিলনায়তনে এই সভাটি আয়োজিত হয়। পিরোজপুর জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা শিক্ষকদের মাধ্যমে জনসম্পৃক্তকরণ ও চাকরি জাতীয়করণের দাবিতে সভাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বরিশাল বিভাগের আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, “আমাদের চাকরি জাতীয়করণ হলে দেশের উন্নয়ন ঘটবে। বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা কখনো ভঙ্গ হয় না। তারেক রহমানের ৩১ দফা পরিকল্পনায় চাকরি জাতীয়করণের বিষয়টি রয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় এলে এটি বাস্তবায়ন করা হবে, এবং আমরা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক মো. শাহজাহান গাজী। পিরোজপুর শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সদস্য সচিব মো. আছাদুজ্জামান খান সঞ্চালনা করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জেলা শাখার আহ্বায়ক আবু সুফিয়ান, বাংলাদেশ শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক এনায়েত কবির খান, এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব বাদশা মিয়া প্রমুখ।

“মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *