বরিশাল অফিস :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণকে কেন্দ্র করে পিরোজপুর জেলায় তিনটি সংসদীয় আসনে ৪২০টি ভোটকেন্দ্রের মধ্যে ১৩০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানান জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এদিকে নির্বাচনের সকল প্রস্তুতি শেষের দিকে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে এবং সহিংসতা ঠেকাতে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ।
জেলায় এক ব্যাটালিয়ান (৪৭০ জন) সেনা সদস্য ও ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা জেলার গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছেন। নির্বাচনকালীন যেকোনো সহিংসতা এড়াতে নিয়মিত টহল দেবে সেনাবাহিনী। ৭ জানুয়ারি ভোটগ্রহণের তিন দিন পর পর্যন্ত মাঠে থাকবেন তারা।
পিরোজপুর-১ আসনে ১৬৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৬১টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। ১০৬টি ভোটকেন্দ্র স্বাভাবিক হিসেবে ধরা হয়েছে। এ আসনে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৬৭ হাজার ৩৭ জন। এর মধ্যে নারী ১ লাখ ৮০ হাজার ৭৩৩ জন আর পুরুষ ১ লাখ ৮৬ হাজার ৩০৪ জন।
পিরোজপুর-২ আসনে মোট ১৬৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ১৫২টি ভোটকেন্দ্র স্বাভাবিক রয়েছে। এ আসনে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৮৪ হাজার ৪৯৩ জন। এর মধ্যে নারী ১ লাখ ৯১ হাজার ৬৬৬ জন আর পুরুষ ১ লাখ ৯২ হাজার ৮২৫ জন।
পিরোজপুর-৩ আসনে ৮৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৪২টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। ৪২টি ভোটকেন্দ্র স্বাভাবিক রয়েছে। পিরোজপুর-৩ আসনে মোট ভোটার রয়েছেন ২ লাখ ২৩ হাজার ৪৪২ জন। এর মধ্যে নারী ১ লাখ ১০ হাজার ৪৭৪ জন আর পুরুষ ১ লাখ ১২ হাজার ৯৬৭ জন।
পিরোজপুরের ৩টি আসনে নির্বাচনে ১২টি দলের ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মাঠে রয়েছেন ৭ জন প্রার্থী। জেলায় মোট ভোটার ৯ লাখ ৪ হাজার ৯৭২ জন। এর মধ্যে নারী ভোটার ৪ লাখ ২ হাজার ৮৭৩ আর পুরুষ ভোটার রয়েছে ৪ লাখ ২ হাজার ৯৬ জন।
জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ’জেলায় তিনটি সংসদীয় আসনে ৪২০টি ভোটকেন্দ্রের মধ্যে ১৩০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি পিরোজপুর-১ আসনে ৬১টি, পিরোজপুর-২ আসনে ১৭টি এবং পিরোজপুর-৩ আসনে ৪২টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনী ও বিজিবি সদস্যরা থাকবে। ভোটের দিন এসব কেন্দ্রগুলোতে বিশেষ ভাবে টহল কার্যক্রম পরিচালনা করবে।’