শিরোনাম

পিরোজপুরে দুর্যোগপূর্ণ আবহাওয়া : গত চার দিনের প্রবল বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত : পাড়েরহাট মৎস্য বন্দরে অবতরন করেছে ফিসিং ট্রলার

Views: 99

এস এম পারভেজ (পিরোজপুর): জেলায় গত চার দিন ধরে অব্যাহত রয়েছে দুর্যোগপূর্ন আবহাওয়া। শহরের নিচু রাস্তাঘাটসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আউশ ধানের ক্ষেত ডুবে গেছে, সেই সঙ্গে চাষকৃত বিভিন্ন সব্জি ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন উপ বিভাগীয় সহকারি কৃষি কর্মকর্তা হালিম হোসেন।
এদিকে, জেলার কচা, বলেশ্বর ও সন্ধ্যাসহ বিভিন্ন নদ-নদীর পানি দেড় থেকে দুই ফুট বৃদ্ধি পেয়েছে। কখনো ভারী বর্ষণ আবার কখনো বৈরী আবহাওয়া বিরাজ করায় নিম্ন আয়ের মানুষজন কষ্টের মধ্যে রয়েছেন।

পাড়েরহাট ফিসিং ট্রলার মালিক সমিতির সভাপতি কমল দাস জানান, মৎস্য বন্দর থেকে সাগরে যাওয়া কিছু কিছু ফিসিং ট্রলার ঘাটে নোঙ্গর করেছে, বেরী আবহাওয়ার কারনে আরও কিছু ট্রলার বন্দরে ফেরার অপেক্ষায় রয়েছে। এদিকে, চলমান দুর্যোগের কারনে নিম্ন আয়ের মানুষজন কাজ হারিয়ে দুর্বিসহ অবস্থার মধ্যে রয়েছেন।

জেলার দক্ষিনের বৃহৎ মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন সড়ক পানির তোড়ে ভেঙ্গে চলাচলে অসহনীয় দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সেখানে প্রমত্তা বলেশ্বর নদীর তীর রক্ষা বেড়ীবাঁধগুলো ঝুঁকির মধ্যে থাকায় বাঁধের ওপর বসবাসরত জেলেরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে ঘুরপাক খাচ্ছেন।

এদিকে, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান সোমবার জানান, তিনি বিভিন্ন উপজেলার ক্ষয়ক্ষতি নিরুপনে বর্তমানে দক্ষিনের বৃহৎ মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া এলাকায় পরিদর্শনে রয়েছেন। তিনি আরও জানান, নিম্ন আয়ের মানুষজনের তালিকা নিরুপন করে তাদেরকে সরকারি ত্রান ও সাহায্য বিতরনের জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

আবহাওয়া অফিস জানিয়েছে, জেলায় গত রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২৮ মি:মি: বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *