জেলা প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে বাবার মৃত্যু সংবাদ শুনে ছেলে আরিফ হোসেন মারা গেছেন। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরিফ হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে মারা যান। আরিফের শাশুড়ি নাসিরা রেখা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (২১ আগস্ট) পিরোজপুরের কাউখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা নুরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন। বাবার মৃত্যুর সংবাদ শোনার পর নুরুল ইসলামের ছোট ছেলে আরিফ হোসেন (৩২) স্ট্রোক করলে তাকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরিফ হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে মারা যান।
পরে দুুপরে কাউখালী বাসস্ট্যান্ড মসজিদের সামনে জানাজা শেষে ছোট বিড়ালজুরী গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা ও ছেলেকে দাফন করা হয়।
মৃত আরিফের ৫ বছর বয়সী একটি মেয়ে আছে। দুই দিনের মধ্যে বাবা ও ছেলের মৃত্যুতে তাদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমেছে