Views: 53
বরিশাল অফিস :: পিরোজপুরের সদর উপজেলায় বাস-সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।
শুক্রবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার পারেরহাট সড়কের ঝাউতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান চন্দ্রদীপ নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পারেরহাট সড়কের ঝাউতলা দুপুর ১২ টার কিছু পরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এখন পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। বাকিদের উদ্ধার করা হচ্ছে।