Views: 114
এস এম পারভেজ, পিরোজপুর:“পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ”- শীর্ষক আজ সারা দেশের মত পিরোজপুরেও বিশ্ব পর্যটন দিবল পালিত হযেছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে জেলা সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত আল হাসান, মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগের কর্মকর্তা এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ আলোচনায় অংশ গ্রহন করেন।