শিরোনাম

 পিরোজপুরে মাদরাসা ছাত্রীকে অপহরণের অভিযোগ

Views: 5

পিরোজপুরের ইন্দুরকানীতে ষষ্ঠ শ্রেণির মাদরাসা ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। গত সোমবার মাদরাসায় যাওয়ার পথে অভিযুক্ত যুবক হৃদয় গাজীসহ কয়েকজন তাকে রাস্তা থেকে তুলে নিয়ে চলে যায় বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। পরে অপহরণকারীরা ছাত্রীর মুক্তির বিনিময়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছে।

অপহৃত ছাত্রীর মা বলেন, “আমার মেয়ে ঘোষেরহাট বি. জি. এস মাহিলা দাখিল মাদরাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়ে। দক্ষিণ ভবানীপুর গ্রামের হৃদয় গাজী (২৬) এক মাস ধরে আমার মেয়েকে উত্ত্যক্ত করছিল। এ বিষয়ে এক মাস আগে আমরা হৃদয়ের পরিবারকে অভিযোগ দিয়েছিলাম, কিন্তু তারপরও সে আমার মেয়েকে বিরক্ত করত। পরে গত সোমবার মেয়ে মাদরাসায় যাওয়ার পথে হৃদয় ও তার কয়েকজন সহযোগী তাকে অপহরণ করে। তারপর ফোনে আমাকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।”

মাদরাসার সুপার শাহ-আলম জানান, “ঘটনার পর আমরা অভিযুক্ত ছেলের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে শিক্ষার্থীর স্বজনদের আইনগত ব্যবস্থা নিতে বলেছি।”

এদিকে, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, “অপহরণের অভিযোগে অভিযুক্ত যুবকের বাবাকে থানায় আনা হয়েছিল। পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *