শিরোনাম

পিরোজপুরে শ্রমিক দলের কার্যালয় পোড়ানোর ঘটনায় মামলা, শত্রুতার প্রতিশোধের অভিযোগ

Views: 9

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে শ্রমিক দলের কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনায় প্রায় ছয় বছর পর থানায় মামলা হয়েছে। গত ১৮ অক্টোবর চা-দোকানি মো. মাসুম তালুকদার বাদী হয়ে ৬৩ জনকে আসামি করে মামলাটি করেন। অভিযোগ উঠেছে, শত্রুতার প্রতিশোধ নিতে মামলায় নিরীহ ব্যক্তিদেরও আসামি করা হয়েছে।

২০১৯ সালের ২০ জানুয়ারি বলদিয়া ইউনিয়ন শ্রমিক দলের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় দীর্ঘ সময় পেরিয়ে মামলা হলেও, এতে জমি সংক্রান্ত বিরোধ ও রাজনৈতিক প্রতিহিংসার জেরে দিনমজুর, প্রতিবন্ধী, ওয়ার্ড বিএনপির কর্মীসহ নিরীহ ব্যক্তিদের নাম আসামির তালিকায় যুক্ত করা হয়েছে।

বাদী মাসুম তালুকদার জানিয়েছেন, মামলার খসড়া তিনি তৈরি করেননি। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা মো. শাহীন আহমেদ এটি প্রস্তুত করে তাকে বাদী বানিয়েছেন। এমনকি মামলার এজাহারে যাদের নাম রয়েছে, তাদের অনেকেই এ ঘটনায় জড়িত নন।

দিনমজুর মো. এমদাদুল তালুকদার বলেন, “আমি দিনমজুর মানুষ। মামলার কারণে পরিবার নিয়ে চরম দুর্দশায় আছি।”

একইভাবে কলেজছাত্র রানা তালুকদার অভিযোগ করেন, “আমাকে মামলায় আসামি করে এখন মামলা থেকে নাম বাদ দিতে টাকা দাবি করা হচ্ছে।”

এছাড়া মানসিক প্রতিবন্ধী আলাউদ্দীনকে (৬৪) পর্যন্ত আসামি করা হয়েছে। জনপ্রতিনিধি মো. বাবুল মিয়া বলেন, “রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত না হয়েও আমাকে মামলায় ফাঁসানো হয়েছে। বাদী মাসুম মামলার থেকে অব্যাহতি দিতে ৫০ হাজার টাকা দাবি করেছেন।”

মামলার বাদী মাসুম তালুকদার টাকা দাবির বিষয়টি অস্বীকার করে বলেন, “বিএনপি সমর্থকদের কিছু সাধারণ মানুষ মামলার আসামি হয়েছেন। তবে আমি কারও কাছ থেকে টাকা চাইনি।”

অন্যদিকে, শাহীন আহমেদ মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছেন। নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানান, অনেক নিরীহ মানুষকে আসামি করা হয়েছে।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমীন বলেন, “অভিযোগ তদন্ত চলছে। যার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাবে, তাকেই গ্রেপ্তার করা হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *