শিরোনাম

পিরোজপুরে ৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Views: 154

এস এম পারভেজ (পিরোজপুর): ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ তাজমিলুর রহমান বিষয়টি সাংবাদিকদের জানান।

গ্রেপ্তারকৃতরা হলো সুমি ওরফে তাসলিমা বেগম (২৫) ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা থানার গোপিনাথপুর ইউনিয়নের বাতান বাড়ী গ্রামের সামাদ মিয়ার কন্যা, মুক্তা বেগম (২১) ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা থানার হাকর-পশ্চিমপাড়া এলাকার সানু মিয়ার কন্যার এবং দুলাল মিয়া (৩৫) সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিন প্রতাপপুর গ্রামের আঃ সামাদ মিয়ার পুত্র।

জেলা গোয়েন্দা শাখা (উত্তর) অফিসার ইনচার্জ জানান, রোববার রাতে জেলা গোয়েন্দা শাখা(উত্তর) পুলিশের একটি দল জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউয়নের উত্তর শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দুলাল, সুমি ও মুক্তিতে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশী করলে সুমি ও মুক্তার শরীরের বিশেষ কায়দায় কসটেপ দিয়ে মোড়ানো ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কাউখালী থানার ওসি মো: জাকারিয়া জানান, গাঁজা সহ আটক তিন জনের বিরুদ্ধে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছে। আসামীদের নামে দেশের বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *