শিরোনাম

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভায় হামলা

Views: 67

বরিশাল অফিস :: পিরোজপুর জেলা আইনজীবী সমিতির তলবি সভা এবং এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে বহিরাগতদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুইজন আইনজীবী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সভা চলাকালীন সময় বহিরাগতদের হামলায় অ্যাডভোকেট তরুণ ভট্টাচার্য ও আহাসানুল কবির হিমু আহত হয় বলে অভিযোগ আইনজীবীদের একাংশের।

দুই পক্ষের হট্টগোলে সভা পণ্ড হয়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আহতদের দেখতে যাওয়ার পথে আইনজীবী সাইদুর রহমান টিটুর ওপর হামলা করে তাকে মারধর করে বহিরাগতরা।

গণতন্ত্র মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা আইনজীবীরা জানান, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির কার্যলয়ে কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সমিতির সাধারণ সদস্যরা বৃহস্পতিবার তলবি সভার আহবান করে। অন্যদিকে বর্তমান কমিটির নেতৃবৃন্দ একটি মুলতবী সভা আহবান করে। উক্ত সভায় কয়েকজন আইনজীবীর বক্তব্যকে কেন্দ্র করে হট্টগোল শুরু হলে সভা পণ্ড হয়ে যায়। এসময় আইনজীবীদের দুই পক্ষের সাথেই বহিরাগতদের দেখা যায়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসিকুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে উক্ত ঘটনায় এখনও কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *