মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রদের ওপর দুই দফায় দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মূসা খানসহ গণিত বিভাগের দুই ছাত্র ইসতিয়াক ও তৌহিদ খলিফাসহ অন্তত ৫-৬ জন আহত হন।
সোমবার সকালে শহরের বলেশ্বর নদের তীরে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল ব্যানার ও পুষ্পমাল্য নিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য অপেক্ষা করছিল। হঠাৎই কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ব্যানার, পুষ্পমাল্য ও মাথার ক্যাপ ছিনিয়ে নেয়। এ সময় কিছু বিশৃঙ্খলা দেখা দিলে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, মাল্যদান শেষে প্রক্টর, শিক্ষক ও ছাত্ররা টাউন ক্লাব সড়কের নীরব হোটেলে সকালের নাস্তার জন্য গেলে শ্রমিক দলের একটি খণ্ড মিছিল তাদের লক্ষ্য করে আবারও হামলা চালায়। এতে প্রক্টরসহ অন্তত ৫-৭ জন ছাত্র আহত হন।
ভিসি ড. শহিদুল ইসলাম বলেন, সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় উদ্বিগ্ন।
এ ঘটনায় জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু জানান, পরিস্থিতি বিবেচনায় শ্রমিক দলের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন-
১. পৌর শ্রমিক দলের সভাপতি রাজ্জাক ফকির
2. পৌর সহ-প্রচার সম্পাদক বাদশা সেখ
3. সদস্য সোহাগ সেখ
4. সদস্য মো. মোস্তফা
এ হামলার ঘটনাকে কেন্দ্র করে শহরের শিক্ষার্থী ও বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম