ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন পিলখানার ঘটনায় নিহত বিডিআর সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। তিনি বলেন, বিডিআর সদস্যদের উপর যে জুলুম চলছে তা অতি দ্রুত বন্ধ করতে হবে এবং বিনা বিচারে আটক ব্যক্তিদের মুক্তি দিতে হবে।
অধ্যাপক আশরাফ আলী আকন আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডিত বিডিআর সদস্যদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল এবং চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনও নিশ্চিত করতে হবে। তিনি ইসলামিক আন্দোলন বাংলাদেশের পক্ষে পীর সাহেব চরমোনাই’র নির্দেশে একাত্মতা প্রকাশ করেন এবং বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনা ছিল একটি গভীর দেশবিরোধী ষড়যন্ত্র। বিডিআর সদস্যরা এই ষড়যন্ত্রের শিকার, এবং তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
এদিন, কেন্দ্রীয় শহীদ মিনারে বিডিআর সদস্যদের চলমান অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র পক্ষে অধ্যাপক আশরাফ আলী আকন বক্তব্য রাখেন। তিনি বলেন, “বিডিআর সদস্যদের সাথে যে অবিচার ঘটেছে, তা সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে, নাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে নামতে বাধ্য হবে।”
আশরাফ আলী আকন অতীতে ভারতীয় এজেন্ট সরকারগুলির সেনাবাহিনী এবং বিডিআরকে দুর্বল করার প্রচেষ্টার কথা তুলে ধরে বলেন, এখন সময় এসেছে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।
এছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবদুর রহমান এবং ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারী জেনারেল আলহাজ্ব কে এম বিল্লাল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবং এ বিষয়ে বক্তব্য প্রদান করেন।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম