বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে যেকোনো ধরনের গুজব বা অসত্য তথ্য ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি এই সতর্কতা জানায়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশে পুঁজিবাজার ও অর্থনীতির স্থিতিশীলতা নষ্ট করতে কিছু অসাধু মহল ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর চেষ্টা করছে, যা বিএসইসি নজরে এসেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্মে পুঁজিবাজার সম্পর্কিত বিভিন্ন অসত্য তথ্য ও গুজব প্রচারিত হচ্ছে। এসব তথ্য ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে, যা পুঁজিবাজারের সঠিক পরিস্থিতি প্রতিফলিত করে না। বিএসইসি নিশ্চিত করেছে যে, এসব তথ্য সঠিক নয় এবং এগুলো বিনিয়োগকারীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাইবার প্ল্যাটফর্মে পুঁজিবাজার সম্পর্কিত অপ্রকাশিত তথ্য (আনডিসক্লোসড ইনফরমেশন), শেয়ারদরের পূর্বাভাস (প্রাইস ফোরকাস্টিং) অথবা ভবিষ্যদ্বাণী (প্রেডিকশন) প্রকাশ করা আইনত শাস্তিযোগ্য অপরাধ। বিএসইসি সকলকে সতর্ক করেছে যে, পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এ ধরনের ভিত্তিহীন তথ্য বা গুজব প্রচার থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।
এছাড়া, পুঁজিবাজার সম্পর্কিত যে কোনো তথ্য প্রচারের পূর্বে গবেষণা ও সঠিক বিশ্লেষণ করা জরুরি, তা না হলে দায়িত্বশীল আচরণ না করা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে। বিএসইসি সকলকে সতর্ক করেছে যে, ভিত্তিহীন তথ্য প্রচার করে পুঁজিবাজারের ভারসাম্য নষ্ট করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএসইসি পুঁজিবাজারের সুস্থ পরিবেশ বজায় রাখতে এবং বিনিয়োগকারীদের আস্থার উন্নয়ন করতে এ ধরনের গুজব ও মিথ্যা তথ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতে এ বিষয়ে আরো নজরদারি বাড়ানোর ঘোষণা দিয়েছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম