চন্দ্রদ্বীপ ডেস্ক :: পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে বিক্ষোভ বজায় রেখেছেন সাধারণ বিনিয়োগকারীরা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) টাস্কফোর্স গঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও কমিশন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অটল রয়েছেন তারা।
বুধবার (৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে বিক্ষোভ করে এ দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
গত সপ্তাহ থেকে টানা দরপতনের প্রতিবাদে আন্দোলন করছেন পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরা। সোমবার (৮ অক্টোবর) সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হলেও বিনিয়োগকারীদের অভিযোগ, মানা হয়নি তাদের গুরুত্বপূর্ণ কোনো দাবি। উল্টো তাদের নামে অর্থ মন্ত্রণালয়ের কাছে অভিযোগ করেছে বিএসইসি।
তারা জানান, জেড ক্যাটাগরিভুক্ত কোম্পানির ব্যবস্থাপনা পর্ষদকে আইনের আওতায় আনতে হবে। বাজারের উন্নয়নে পাশের দেশের পুঁজিবাজার থেকেও শিক্ষা নেয়া যেতে পারে।
টাস্কফোর্সের মাধ্যমে দৃশ্যমান প্রত্যাশার কথাও জানান বিনিয়োগকারীরা। এছাড়া জরিমানা করা কোম্পানির টাকা বাজার লগ্নির দাবি তাদের।
খেয়ালখুশিমতো সিদ্ধান্ত নয়, কাঠামোগত সংস্কারের দাবি পুঁজিবাজারের সাধারণ অর্থলগ্নিকারীদের।
তারা জানান, বাজারের উন্নয়নের স্বার্থে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ করতে হবে।