বরিশাল অফিস :: জেলার বাবুগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো নির্মিত হচ্ছে মহান মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানাত আব্দুল্লাহ তোড়ন।
উপজেলার মাধবপাশা ইউনিয়নে চন্দ্রদ্বীপ হাইস্কুল এ- কলেজের প্রধান ফটকে বঙ্গবন্ধুর ভাগ্নে মন্ত্রী পদমর্যাদায় থাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর নামে নির্মিত দৃষ্টিনন্দন তোরনটির নির্মাণ কাজ প্রায় শেষের পথে।
দৃষ্টিনন্দন এ তোরন নির্মাণের উদ্যোক্তা বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল বলেন, ঐতিহ্যবাহী চন্দ্রদ্বীপ হাইস্কুল এ- কলেজে দীর্ঘদিন যাবত কোন উন্নয়নমূলক কাজ হয়নি।
অবহেলিত ছিল। আমি কলেজ গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ার পর আমার রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহর প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়েছে।
তিনি আরও বলেন, হাইস্কুল এ- কলেজের প্রধান ফটকে নির্মিত দৃষ্টিনন্দন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র নামের তোরনটি খুব শিঘ্রই আনুষ্ঠানিকভাবে উদ্বোধণ করা হবে।