শিরোনাম

‘পুষ্পা টু’: মুক্তির এক ঘণ্টায় পাইরেসির কবলে

Views: 10

সুকুমার পরিচালিত আলোচিত তেলেগু সিনেমা ‘পুষ্পা টু’ মুক্তির পর থেকেই চাঞ্চল্য তৈরি করেছে। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমাটি বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিশ্বের সাড়ে ১২ হাজার পর্দায় মুক্তি পেয়েছে। তবে মুক্তির মাত্র এক ঘণ্টা পরেই এটি পাইরেসির কবলে পড়েছে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘পুষ্পা টু’ সিনেমা ইতিমধ্যেই টরেন্ট প্ল্যাটফর্ম এবং পাইরেসি ওয়েবসাইটে ফাঁস হয়েছে। মুভিরুলস, তামিলরকার্স, ফিল্মিজিলা, তামিলযোগী, তামিলব্লাস্টার, বলি৪ইউ-এর মতো বেশ কয়েকটি ওয়েবসাইটে সিনেমাটি এইচডি কোয়ালিটিতে বিনামূল্যে ডাউনলোডের জন্য পাওয়া যাচ্ছে।

নির্মাতারা আশ্বাস দিয়েছিলেন যে, এই সিক্যুয়েলটি প্রথম সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’-এর চেয়েও বেশি চমকপ্রদ হবে। প্রথম সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি, যেখানে দ্বিতীয়টির বাজেট প্রায় দ্বিগুণ, ৪০০-৫০০ কোটি রুপি।

সিনেমার কেন্দ্রীয় চরিত্র পুষ্পা রাজ হিসেবে আল্লু অর্জুন এবং শ্রীবল্লি চরিত্রে রাশমিকা মান্দানা প্রশংসিত হয়েছেন। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেইলারের ২ মিনিট ৪৮ সেকেন্ডের ঝলক দেখেই দর্শকদের মাঝে উত্তেজনা ছড়ায়। এর আগে ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। সিক্যুয়েলেও তাকে একই চরিত্রে দেখা যাবে।

চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, পাইরেসির ধাক্কা সত্ত্বেও ‘পুষ্পা টু’ বক্স অফিসে অসাধারণ সাফল্য পাবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *