চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি ও শাকিব খানের মধ্যে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। ‘গলুই’ সিনেমায় একসঙ্গে কাজ করার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। যদিও শাকিব এই বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে সম্প্রতি পূজা এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, “কাজের সময় গুঞ্জন তৈরি হওয়া স্বাভাবিক, তবে এ ধরনের গুঞ্জনের জন্য নিজেকে ব্যস্ত রাখি না।”
এছাড়া পূজা জানিয়েছেন, তিনি এখন থেকে শুধুমাত্র স্বপ্নের মতো চরিত্র বেছে নিয়ে কাজ করতে চান। “যদি চরিত্রটি আমার পছন্দ না হয়, তবে সেই কাজ আর করব না,” বলেন পূজা। তিনি আরো জানান, ভবিষ্যতে তিনি মানসম্পন্ন কাজের ওপরই গুরুত্ব দেবেন।
এদিকে পূজা রায়হান রাফীর পরিচালনায় ‘ব্ল্যাক মানি’ নামের একটি নতুন ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন। এই সিরিজের গল্পটি কালো টাকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেখানে শহরের প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, সন্ত্রাসী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে টাকার দখল নেওয়ার জন্য মারাত্মক সংঘর্ষ ঘটে। সিরিজটিতে রুবেল, ইন্তেখাব দিনার, সালাউদ্দিন লাভলু, ডা. এজাজসহ আরও অনেকে অভিনয় করবেন।
শিশুশিল্পী হিসেবে জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে অভিনয়ে প্রবেশ করা পূজা চেরি, এরই মধ্যে ‘পোড়ামন ২’, ‘গলুই’, ‘শান’, ‘লিপস্টিক’, এবং ‘প্রেম আমার টু’সহ জনপ্রিয় কিছু সিনেমায় অভিনয় করে দর্শকদের মাঝে জায়গা করে নিয়েছেন। অভিনয়ে তার দক্ষতা এবং নিজস্ব স্টাইল দিয়ে ভক্তদের মন জয় করে চলেছেন তিনি।