শিরোনাম

পূর্ণতা পায়নি পটুয়াখালী যুবলীগ

Views: 54

 

 মো:আল-আমিন, পটুয়াখালী : নব্বই দিনের আহ্বায়ক কমিটি দিয়ে ৯ বছর পার শেষ ১৭ বছর পরের সম্মেলনও পূর্ণতা দিতে পারেনি পটুয়াখালী জেলা যুবলীগকে। এখনো আংশিক কমিটি দিয়ে চলছে জেলা যুবলীগ। এর ফলে নতুন নেতৃত্ব সৃষ্টিতে জটলার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমও স্থবির হয়ে পড়ছে। আর পদপ্রত্যাশীদের মাঝেও বিরাজ করছে হতাশা।

দেড়যুগ পরে ২০২১ সালের ডিসেম্বর পটুয়াখালী জেলা যুবলীগের সম্মেলন কমিটি ঘোষণা ছাড়াই শেষ হয়। আড়াই মাস পরে ঘোষণা করা হয় ২১ জনের আংশিক কমিটি। পূর্ণাঙ্গ কমিটির চার ভাগের একভাগ দিয়েই চলছে এখনো পটুয়াখালীর যুবলীগ।

জেলা যুবলীগের কয়েকজন পদ-প্রত্যাশী নেতা নাম প্রকাশ না করার শর্তে ম জানান, জেলা যুবলীগের পদ পেতে অনেকেই রাজনীতি বাদ দিয়ে জেলা ও কেন্দ্রীয় শীর্ষনেতাদের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে এখন ক্লান্ত।

জেলা যুবলীগের একজন সহসভাপতি বলেন, জেলা যুবলীগের ১০১ জনের সাংগঠনিক কাজ চালাচ্ছেন এখন ২১ জনে। ইউনিয়ন-ওয়ার্ড কমিটি গঠন তো দূরে থাক উপজেলা সম্মেলনই করতে পারিনি আমরা। সভাপতি থাকেন ঢাকায় আর সম্পাদক ব্যস্ত তার ব্যবসা বাণিজ্য নিয়ে। সব মিলিয়ে যুবলীগের সাংগঠনিক অবস্থা অনেক খারাপ।

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৭ জুলাই জেলা আওয়ামী যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে অভ্যন্তরীণ বিরোধে দুই গ্রুপের সংঘর্ষে আহত সম্পাদক পদপ্রার্থী মাহমুদুর রহমান পলাশ মৃধা ১১ জুলাই মারা যান। পরে ২৯ জুলাই টুঙ্গিপাড়ায় এক বিশেষ কাউন্সিলর অধিবেশনের মাধ্যমে আহসান হাবিব খানকে সভাপতি ও কাওসার আহমেদ মৃধাকে সম্পাদক করে জেলা আওয়ামী যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। ২০১২ সালের ২৮ ডিসেম্বর যুবলীগ সভাপতি আহসান হাবিব খান মারা গেলে ২০১৩ সালের ২৫ এপ্রিল অ্যাডভোকেট মো. আরিফুজ্জামান রনিকে আহ্বায়ক ও অ্যাডভোকেট মো. শহীদুল ইসলাম শহীদকে যুগ্ম-আহ্বায়ক করে জেলা যুবলীগের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ৯ বছর চলে এই আহ্বায়ক কমিটি দিয়ে। ১৭ বছরের মাথায় ২০২১ সালের ২০ ডিসেম্বর স্থানীয় স্টেডিয়াম মাঠে সম্মেলনে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল উপস্থিত থাকলেও কমিটি ঘোষণা ছাড়াই সম্মেলন শেষ হয়। ২০২২ সালের ৬ মার্চ ১০১ সদস্যের মধ্যে মাত্র ২১ জনের পদপদবি উল্লেখ করে আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবলীগ। ৯ বছর আহ্বায়ক কমিটির দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক অ্যাড. শহিদুল ইসলাম সহিদকে সভাপতি করা হলেও ওই কমিটির আহ্বায়ক আরিফুজ্জামান রনিকে করা হয় ২ নম্বর সহসভাপতি। আর সম্পাদক করা হয় তৎকালীন সদর উপজেলা যুবলীগের সম্পাদক সৈয়দ সোহেলকে। কেন্দ্রীয় অওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ২০২২ সালের ৬ মার্চ এই আংশিক কমিটির অনুমোদন দেন।

এব্যাপারে জেলা যুবলীগের সম্পাদক সৈয়দ সোহেল বলেন, ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি পটুয়াখালী জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা আমরা কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিয়েছি। হয়ত অচিরেই আমরা অনুমোদন পাব।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *