Views: 17
পটুয়াখালী প্রতিনিধি :: পূর্ণিমার জোয়ারের প্রভাবে পটুয়াখালীর আন্ধারমানিক, রাবনাবাদ ও তেঁতুলিয়াসহ সকল নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে গেছে। এই পরিস্থিতির কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। বঙ্গোপসাগরের পানির উচ্চতাও বৃদ্ধি পেয়েছে, যা উপকূলবর্তী এলাকায় বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে।
স্থানীয়রা জানিয়েছেন, এই সময়ে সাগরের ঢেউয়ের তীব্রতা বেড়ে যাওয়ায় উপকূলীয় অঞ্চলে মাছ ধরার কার্যক্রমে সমস্যার সম্মুখীন হচ্ছেন জেলেরা। বিশেষ করে কুয়াকাটার সৈকতে পানি প্রবাহের কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন।