আল-আমিন (পটুয়াখালী): পূর্ণিমার জ্যোঁ ও বৈরি আবহাওয়ার প্রভাবে পটুয়াখালী শহরের বিভিন্ন স্থান পানিতে প্লাবিত হয়েছে। শহর রক্ষা বাঁধের স্লুইসগেটগুলো অকার্যকর থাকায় জোয়ারের পানি ঢুকে নতুন বাজার, পোস্ট অফিস রোড, মহিলা কলেজ রোড, জুবিলী স্কুল রোড, মুন্সেফ পাড়া, পুরাতন হাসপাতাল রোড, ফায়ার সার্ভিস রোড, মা ও শিশু কল্যান কেন্দ্র চত্বর, সিভিল সার্জন অফিস চত্বর, নিউ মার্কেট চত্বর, মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর সহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।
পটুয়াখালীর মহিলা কলেজ এলাকার বাসিন্দা তরিকুল জানান,”হাল্কা বৃষ্টিতেই আমাদের পুরো এলাকা তলিয়ে।ছেলে-মেয়েরা বাসা থেকে বের হতে পারতেছেনা।”
পটুয়াখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহবুবা সুখী জানান,পূর্ণিমার জ্যোঁ,বৃষ্টির পানি ও জোয়ারের পানির কারণে কিছু কিছু এলাকা প্লাবিত হয়েছে।আগামী ২৪ ঘন্টার মধ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে বলেও জানান তিনি।
এদিকে, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। থেকে থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছে। সাগরে অবস্থানরত মাছধরা ট্রলারসমুহ ঘাটে ফিরে এসে শিববাড়িয়া নদীতে নিরাপদে আশ্রয় নিয়েছে৷
অস্বাভাবিক জোয়ারের কারনে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ন নিম্নাঞ্চল।