শিরোনাম

পূর্ব শত্রুতার জেরে রাঙ্গাবালীতে বিষ দিয়ে হাঁস-মুরগি নিধন

Views: 39

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর রাঙ্গাবালীতে পূর্ব শত্রুতার জেরে খেসারি খেতে বিষ প্রয়োগ করে ২০-২৫টি হাঁস ও মুরগি নিধন করার অভিযোগ ওমর ফারুক নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

রবিবার বিকালে উপজেলার সেনের হাওলা গ্রামের বাধঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী রাকিবুল হাসান বলেন, আগে আমাদের বাড়ি একই গ্রামের পুলঘাট বাজারের কাছে ছিল। গত ২৩ বছর আগে এখানে নতুন বাড়ি নির্মাণ করি, এখানে বাড়ি করার পর প্রতিপক্ষের কিছু জমিজমা থাকায় বিভিন্নভাবে তারা আমার ক্ষতি করে আসছে। আজ তারা খেতে বিষ প্রয়োগ করে আমার ২০-২৫টি হাঁস-মুরগি মেরে ফেলছে। আমি থানায় অভিযোগ দিয়েছি এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন ।

প্রতিবেশী কুদ্দুস মোল্লা বলেন, আমরা সকল মুসল্লিরা মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হই, তখন আমাদের গ্রামের রাকিব এসে আমাদেরকে কিছু মরা হাঁস ও মুরগি দেখায়। রাকিবের কথার ভিত্তিতে তখন আমরা হাঁস ও মুরগি মরার কারণ জানতে একটি মরা হাঁস ও মুরগি জবাই করে পেট থেকে বিষাক্ত গ্যাস ট্যাবলেটের গন্ধযুক্ত চাল পাই। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।

অভিযুক্ত ফারুক বিশ্বাসের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি কোন খাবারের সঙ্গে বিষ প্রয়োগ করিনি, বিষয়টি আমাদের চেয়ারম্যান সমাধান করে দেবেন।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন অবস্থায় আছে। ভুক্তভোগীর অভিযোগের সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *