চন্দ্রদীপ ডেস্ক : কিয়েভে রবিবার একাধিক বিস্ফোরণ ঘটেছে এবং রাশিয়ার বিমান হামলা শুরু হওয়ায় পুরো ইউক্রেনকে সতর্ক করা হয়েছে। দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে, পোল্যান্ডের সীমান্তবর্তী লভিভ অঞ্চলটিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে এবং একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পোলিশের আকাশসীমায় প্রবেশ করেছে। এদিন স্থানীয় সময় ভোর ৫টায় ইউক্রেনের রাজধানীতে হামলা শুরু হয়। ১৮টি রুশ ক্ষেপণাস্ত্র এবং ২৫টি ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে কিয়েভ।
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে নিয়োজিত ছিল। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেছেন, রাজধানী ও এর আশপাশে প্রায় এক ডজন রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। হামলার ফলে কোন হতাহতের বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে তিনি টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছেন।
লভিভের মেয়র অ্যান্ড্রি সাদোভিই টেলিগ্রামে বলেছেন, শহরটি আঘাতপ্রাপ্ত হয়নি।
এদিকে পোল্যান্ড বলেছে, রাশিয়ার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। দেশটির সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘বস্তুটি ওসারডো শহরের কাছে পোলিশ মহাকাশে প্রবেশ করে সেখানে ৩৯ সেকেন্ডের জন্য অবস্থান করে।
সূত্র : বিবিসি