Views: 30
চন্দ্রদ্বীপ ডেস্ক: প্যারিস অলিম্পিকে আজ ২৫টি সোনার লড়াই অনুষ্ঠিত হবে। এর মধ্যে অ্যাথলেটিকসে ৫টি, ক্যানো স্প্রিন্ট ও বক্সিংয়ে রয়েছে ৩টি। আজ (বুধবার) লড়াই শুরু হবে ম্যারাথন সুইমিং দিয়ে। খেলা শুরু হবে বেলা সাড়ে ১১টায়। মেয়েদের ১০ কিলোমিটারে এই খেলাা হবে।
এরপর স্পোর্টস ক্লাইম্বিং পুরুষ স্পিড ফাইনাল বিকেল ৪টা ৫৪ মিনিটে অনুষ্ঠিত হবে। ক্যানো স্প্রিন্টের প্রথম খেলা পুরুষ ডাবল ৫০০ মিটার বিকেল ৫টা ২০ মিনিটে, মেয়েদের কায়াক ফোর ৫০০ মিটর ৫টা ৪০ মিনিটে ও পুরুষ কায়াক ফোর ৫০০ মিটার বিকেল ৫টা ৫০ মিনিটে হবে।