পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় এলজিইডির প্রকৌশলীকে আটকে চাঁদা দাবি এবং ৩২ হাজার ৪০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে পুলিশের তালিকাভুক্ত টোকাই মিরাজ ওরফে কালা মিরাজসহ তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।
গত শুক্রবার রাতে টোকাই মিরাজের এক সহযোগী আনছার মুন্সীকে (৪০) পুলিশ গ্রেপ্তার করলেও গা ঢাকা দিয়েছে টোকাই মিরাজ।
সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের নাচনাপাড়া এলাকার নির্মাণাধীন একটি ভবনের নির্মাণকাজ পরিদর্শন শেষে অফিসে ফিরছিলেন কলাপাড়া এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আবুল হোসেন। পথে টোকাই মিরাজ ও তার দুই সহযোগী প্রকৌশলীকে আটকে গরুর হাট সংলগ্ন আন্ধারমানিক নদী পাড়ের নির্জন স্থানে নিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তার পকেটে থাকা ২২ হাজার ৪০০ টাকা ছিনিয়ে মোবাইল ফোনের বিকাশ থেকে ১০ হাজার টাকা সেন্ড করে নেয় টোকাই মিরাজ। এরপর সন্ত্রাসীরা তাদের দাবিকৃত অবশিষ্ট টাকা পরের দিন প্রদানের শর্তে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয় প্রকৌশলী আবুল হোসেনকে।
আরো পড়ুন : ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পটুয়াখালীতে গুড়ি-গুড়ি বৃষ্টি
এ বিষয় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, কোনো ভাবেই এসব সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। কালা মিরাজের নামে একাধিক মামলা রয়েছে। মিরাজ একজন চিহ্নিত সন্ত্রাসী।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ বলেন, এ ঘটনায় প্রকৌশলী আবুল হোসেন থানায় মামলা করেছেন। পুলিশ রাতেই একজনকে গ্রেপ্তার করেছে। প্রধান অভিযুক্ত কালা মিরাজকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।