শিরোনাম

প্রতারণা প্রতিরোধে ইমো’র উদ্যোগ: ২ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ

Views: 14

ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম ইমো সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ গ্রহণ করেছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত হ্যাকিং, হয়রানি ও প্রতারণার সাথে জড়িত প্রায় ১ লাখ ৭৯ হাজার ডিভাইস নিষিদ্ধ করেছে প্রতিষ্ঠানটি। এই উদ্যোগের মাধ্যমে ইমো ব্যবহারকারীদের জন্য আরও সুরক্ষিত ডিজিটাল পরিবেশ তৈরি করতে চায়।

ইমো তার ‘অটো টেকনোলজি’ ব্যবহারের মাধ্যমে ৪ লাখ ৩৫ হাজার অ্যাকাউন্টকে হ্যাকিংয়ের ঝুঁকি থেকে রক্ষা করেছে। এছাড়া, ৯ হাজার ৬০০টিরও বেশি অ্যাকাউন্ট পুনরুদ্ধার করে তাদের মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে। সাইবার নিরাপত্তার হুমকি যেকোনো ইন্টারনেট ব্যবহারকারীর জন্য একটি বড় উদ্বেগের বিষয়। তাই ইমো এই সমস্যাগুলোর সমাধানে ধারাবাহিকভাবে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আসছে।

এই প্ল্যাটফর্মের অন্যতম নিরাপত্তা ফিচার হলো ‘লগইন প্রোটেকশন,’ যা ব্যবহারকারীর অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ বন্ধে সহায়তা করে। পাশাপাশি, ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ এবং ‘ট্রাস্টেড ডিভাইস’ ফিচার ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা আরও সুরক্ষিত থাকতে পারেন। এছাড়াও, ‘সিম বাইন্ডিং’ ফিচার নির্ভরযোগ্য ডিভাইসের মাধ্যমে লগইন নিশ্চিত করতে সাহায্য করে।

অতিরিক্ত সুরক্ষার জন্য, ব্যবহারকারীরা নিয়মিতভাবে ‘ম্যানেজ ডিভাইস’ চেক করে সন্দেহজনক ডিভাইস অপসারণ করতে পারেন। এছাড়া, একাধিক ডিভাইসে লগইন এড়াতে ‘মাল্টি ডিভাইস’ ফাংশন বন্ধ রাখা যেতে পারে। ইমো কর্তৃপক্ষ মনে করে, এই পদক্ষেপগুলো ব্যবহারকারীদের সুরক্ষার জন্য অত্যন্ত কার্যকর হবে এবং ভবিষ্যতে প্ল্যাটফর্মটি আরও সুরক্ষিত করার জন্য কাজ করে যাবে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *