চন্দ্রদ্বীপ ডেস্ক: ইয়োভ গ্যালান্তকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্ত করায় রাজধানী তেল আবিবের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকশ’ ইসরায়েলি। মঙ্গলবার (৫ নভেম্বর) আগুন জ্বালিয়ে, টায়ার পুড়িয়ে হাইওয়েতে অবস্থান নেন বিক্ষোভকারীরা।
ইসরায়েলের পতাকা হাতে নেতানিয়াহুবিরোধী স্লোগান দেন তারা। সরকারের বিরুদ্ধে আনেন বিভিন্ন অভিযোগ। আন্দোলনকারীদের দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণেই ব্যর্থ গাজায় পরিচালিত অভিযান। ঘরে ফেরানো যায়নি জিম্মিদের। নেতানিয়াহুর জনপ্রিয়তায় ঘাটতি থাকলেও ইসরায়েলিদের মাঝে বহুল জনপ্রিয় ইয়োভ গ্যালান্ত।
উল্লেখ্য, দীর্ঘদিন থেকেই নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্টের মধ্যে মতবিরোধ চলছিল। মঙ্গলবার ইয়োভ গ্যালান্টকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এর পরপরই ইসরায়েলজুড়ে ব্যাপক বিক্ষোভের সূচনা হয়েছে।