বরিশাল অফিস :: প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
দীর্ঘ সাত বছর পর জনসম্মুখে বক্তব্য দিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি শেষ জনসম্মুখে বক্তব্য দেন। দীর্ঘসময় পর বেগম জিয়ার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন দলের নেতাকর্মীরা। অবশেষে বিএনপির সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখলেন।
প্রসঙ্গত, দুই বছরের বেশি সময় কারাবন্দী থাকার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা ছয় মাস স্থগিত করে শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর ছয় মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিল। তবে ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে তাকে মুক্তি দেওয়া হয়।