শিরোনাম

প্রথমবার সমাবর্তন করবে বরিশাল বিশ্ববিদ্যালয়

Views: 42

বরিশাল অফিস : প্রথমবারের মতো সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। চলতি বছরেই এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রস্তুতিও শুরু হয়েছে। সমাবর্তনে অংশগ্রহণের জন্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আমন্ত্রণ জানিয়েছেন উপাচার্য। গতকাল বেলা ১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সমাবর্তনের আমন্ত্রণ পাওয়া উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

তিনি বলেন, ‘২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনো কোনো সমাবর্তন আয়োজন করা হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বছরই প্রথম সমাবর্তন করার প্রস্তুতি নিচ্ছে। বিশ্ববিদ্যালয় থেকে যেসব শিক্ষার্থী পাস করেছে তারা এ সমাবর্তনে অংশগ্রহণে ইচ্ছুক। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সমাবর্তনে আগ্রহ প্রকাশ করেছেন।

 

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *