বরিশাল অফিস:: পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার পেয়ে খুশিতে আত্মহারা হয়েছেন আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। ইতোমধ্যে জেলার গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান নিজ হাতে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রীর পাঠানো ঈদ উপহার খাদ্য সামগ্রী।
এরআগে আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোও উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই প্রকল্পের বাসিন্দারা প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান বলেন, আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের কোনো ঘরবাড়ি ও ঠিকানা ছিলোনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিসহ ঘর উপহার দিয়ে তাদের ঠিকানা করে দিয়েছেন। এখন আবার ঈদের উপহার হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। তাই প্রধানমন্ত্রীর পাঠানো উপহারগুলো সঠিক বন্টনের জন্য নিজ হাতে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের হাতে তুলে দিতে পেরে নিজের কাছে খুব ভাল লাগছে। প্রকল্পের বাসিন্দারাও প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে ব্যাপক খুশি হয়েছেন।