শিরোনাম

প্রধানমন্ত্রীর বরিশালে আগমনে সাজ সাজ রব

Views: 52

এস এল টি তুহিন,বরিশাল :: প্রায় পাঁচ বছর পর আগামী ২৯ ডিসেম্বর বরিশালে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এদিন দুপুরে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানের মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। মূলত তার সরকারের উন্নয়নের বার্তা আর আগামী নির্বাচন নিয়ে এ জনসভা।

এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী এই মাঠেই জনসভা করেছিলেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ভীষন ব্যাস্ত সময় পার করছেন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী সমর্থকরা পাশাপাশি জনসভা ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

বরিশাল নগরীর বিভিন্ন সড়ক জুড়ে শুধু তোরন আর তোরন। নানা রকমের প্লাকার্ড ব্যানার আর ফেষ্টুনে ভরে গেছে নগরী। চলছে মাইকিং ও। জনসভার স্থান বঙ্গবন্ধু উদ্যানের মাঠেও কাজ চলছে। মেয়রসহ জেলা, মহানগর নেতৃবৃন্দ প্রচার মিছিল ও গণসংযোগ করে লিফলেট বিতরণ করছেন।

ইতোমধ্যে আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে ছয় সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আব্দুল্লাহ কে প্রধান সমন্বয়ক করা হয়েছে।

বাকি সমন্বয়করা হলেন, বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. একে এম জাহাঙ্গীর, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাড. বলরাম পোদ্দার ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এছাড়া যোগাযোগ ও আপ্যায়ন কমিটিতে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাড. তালুুকদার মো. ইউনুস ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. লস্কর নুরুল হক। জনসভা সফল করতে গঠিত শৃংখলা কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, অ্যাড. একে এম জাহাঙ্গীর ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আফজালুল করিম।

জনসভাকে সফল করতে দফায় দফায় সভা করছে। বিভাগের ৬ জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ আনার প্রস্তুতি চলছে। সবার লক্ষ্য জনসভাকে জনসমুদ্রে রূপান্তর করা।

১০ লাখের বেশী জনসমাগমের প্রত্যাশা। আওয়ামী লীগের নেতারা বলছেন দলীয় প্রধানের আগমন বার্তায় দলের সর্ব পর্যায়ের নেতাকর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। মহল্লায় মহল্লায় প্রচার মিছিল হচ্ছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাধারন মানুষের মধ্যে আগ্রহ কম নয়।

এদিকে নগরীর রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখা নতুন করে সড়কে আলোকসজ্জা করা হচ্ছে। যাতে করে অন্য জেলা-উপজেলা থেকে আসা মানুষ নতুন এক বরিশাল নগরী দেখতে পান।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনসভা সফল করার লক্ষ্যে সমন্বয় কমিটির প্রধান আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বরিশালে ১০ লাখ লোকের জনসমাগম হবে। গত ১৫ বছরে অবহেলিত দক্ষিণাঞ্চলে যে উন্নয়ন হয়েছে তার (প্রধানমন্ত্রী) প্রতি কৃতজ্ঞতা জানাতে মানুষ জনসমাবেশে আসবেন।

বরিশাল-৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম বলেন, আগামী ২৯ ডিসেম্বর বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন বরিশাল বিভাগের নৌকার প্রার্থীরা মঞ্চে থাকবে এই বিশাল জনসভায় দক্ষিণাঞ্চলের জনগন আসবেন সেখানে আমাদের নির্বাচনের প্রচারণা হবে।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *