বরিশাল অফিস :: পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন,যে দেশে নাগরিক,যে দেশের মানুষ শারীরিকভাবে সুস্থ না হতে পারে সে দেশ কখনো সমৃদ্ধশালী লাভ করতে পারে না। জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে সোনার বাংলা গড়তে। সোনার বাংলা করতে হলে যদি সোনার বাংলার জনসাধারণ যদি শারীরিকভাবে যোগ্যতা অর্জন করতে না পারি। তাহলে এটা সোনার বাংলা হবে না এটা হবে লুগ্ন বাংলা।
রবিবার ( ৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে ৫২তম আঞ্চলিক (খুলনা-বরিশাল) স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার প্রতি বছর দুইটি খেলার আয়োজন করে থাকে একটা গ্রীষ্মকালীন একটি শীতকালীন এছাড়া বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এগুলোর সব কিছুরই পিছনে জাতির পিতা এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার একটা কারণ আছে।
তিনি বলেন,এই সোনার বাংলা গড়তে হলে আমাদের প্রতিটা নাগরিককে শারীরিক দিকে নজর দিতে হবে। এজন্যই কিন্তু সরকার খেলাধুলার উপরে নজর দিয়েছে। আমার বিশ্বাস ও আশা করি এখনকার ছাত্র-ছাত্রীরা তাদের লেখাপড়া সঙ্গে সঙ্গে খেলাধুলার প্রতি তারা মনোযোগী হবে। একটা ছাত্র-ছাত্রী লেখাপড়ার সঙ্গে যদি খেলাধুলার উপরে মনোযোগী হয় তাহলে তারা অন্য খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারবে। স্বাভাবিকভাবেই তারা দূরে থাকবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজকে দরিদ্র থেকে উন্নয়নশীল দেশে এনেছেন। আমরা ২০৪১ সালের ভিতরের সমৃদ্ধশালী দেশের পৌঁছানোর লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং ২০৪১ সালে আমরা থাকবো না আজকে তোমরা যারা ছাত্র-ছাত্রীরা যুবসমাজ আছো তোমরাই হবে ২০৪১ সালের কর্ণধার। সেই জন্য তোমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তোমাদের লেখাপড়া করতে হবে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে ভবিষ্যতের জন্য এখন থেকেই গঠন মূলক কর্মকান্ড করতে হবে। তোমরা যদি সততার সঙ্গে আন্তরিক নিষ্ঠার সঙ্গে তোমরা নিজেকে গড়ে তুলতে পারো তাহলে তোমরা ভবিষ্যতে এই বাংলাদেশের কর্ণধর হতে পারবে। তোমরাই এই দেশকে পরিচালনা করবে। শুধু গল্প করলে স্বপ্ন দেখলেই হবে না তোমাদেরকে লক্ষ্য ও বস্তু স্থীর করতে হবে। বড় হয় কি হবে সেই লক্ষ্যে পৌঁছাতে অধ্যায়ন করতে হবে। তোমাদের সেই ভাবে নিজেকে প্রস্তু হতে হবে।
তিনি বলেন,দেশ আজ তোমাদের দিকে তাকিয়ে আছে তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ আমরা যে পর্যায়ে নিয়ে এসেছি তোমরা যদি বাংলাদেশকে আরো উচ্চশিখরে নিয়ে যেতে চাও তোমাদের অনুশীলনের মাধ্যমেই কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমাদের নিজেকে শারীরিকভাবে যোগ্যতা অর্জন করে সেই লক্ষ্যে পৌঁছাতে হবে। তাহলে বাংলাদেশের আমরা যে স্বপ্ন দেখেছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। আর না হয় সেই স্বপ্ন অধরাই থেকে যাবে তাই তোমাদের ভালো নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি ছিলেন, বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম,বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চল উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন। বরিশাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন অতিথি বৃন্দরা এবং অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে। জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা করেন। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।