শিরোনাম

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি শুরু: ইসি সচিব

Views: 7

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) আগারগাঁওয়ে কমিশন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইসি সচিব বলেন, “ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহযোগিতা দেবে ইউএনডিপি। আগামী দশ দিনের মধ্যে ইউএনডিপি তাদের প্রয়োজনীয় সহযোগিতার তালিকা প্রদান করবে।”

এসময়, ইউএনডিপির প্রতিনিধিরা নির্বাচনের জন্য ইসির চাহিদা অনুযায়ী সাহায্য করতে আগ্রহ প্রকাশ করেন। ২০০৫ সাল থেকে বাংলাদেশের সকল নির্বাচনেই ইউএনডিপি কমিশনকে সরাসরি সহযোগিতা দিয়ে আসছে। জাতিসংঘের এ সংস্থা নির্বাচনী পরামর্শ, কারিগরি সহায়তা, লজিস্টিক, প্রশিক্ষণ, ভোটার তালিকা প্রণয়ন, এবং জনসচেতনতা সৃষ্টির মতো নানা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে।

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেন, “বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করতে চায় ইউএনডিপি এবং এ বিষয়ে আমাদের সহযোগিতার প্রস্তাবগুলো কমিশনের সাথে আলোচনা চলছে।”

এদিকে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *