শিরোনাম

প্রাইভেটকারে পাওয়া গেল ৮৮ লাখ টাকা

Views: 22

চন্দ্রদ্বীপ নিউজ :: নরসিংদীতে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে দুটি ব্যাগে ৮৮ লাখ ৫০ হাজার টাকা পেয়েছে শিক্ষার্থীরা। গাড়িতে থাকা তিন যুবককে আটক করেছে সেনাবাহিনী।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব মোড় থেকে তাদের আটক করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নরসিংদী জেলা অ্যাডজুটেন্ট মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আটক যুবকরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার হরিয়ালা গ্রামের মনির হোসেন (৪০), একই জেলার সদর উপজেলার রাজগর ববিপারার রাসেল আহমেদ (৩৫) ও চালক আশুগঞ্জ থানার দুর্গাপুরের জুলহাস মিয়া (৩৩)।

মো. জাহিদুল ইসলাম জানান, অন্য দিনের মতো আনসার, ভিডিপি ও সাধারণ শিক্ষার্থীরা সাহেপ্রতাব মোড়ে দায়িত্ব পালন করছি। এ সময় একটি প্রাইভেটকার সন্দেহ হলে তাতে তল্লাশি করে ওই টাকার দুটি ব্যাগ পাওয়া যায়। এ সময় বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে তারা এসে টাকা, গাড়ি ও চালকসহ তিনজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে তথ্য জানার জন্য জেলা প্রশাসক কার্যালয়ে নেওয়া হয়।

জেলা ম্যাজিস্ট্রেট ডা. শিহাব সারার অভির উপস্থিতিতে টাকা গণনা শেষে ট্রেজারিতে জমা রাখা হয়। আর আটকদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া চলছে। জব্দ করা গাড়ির নম্বর ১৩-১৬৫২।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *