বরিশাল অফিস :: পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া সুগার মিলের সামনে এ দুর্ঘটনা।
নিহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আজমপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বিজয় (২৩), একই গ্রামের কুদ্দুস প্রামাণিকের ছেলে জিহাদ (১৪), সিরাজুল ইসলামের ছেলে শিহাব, আব্দুর রাজ্জাক প্রামাণিকের ছেলে রবিউল ইসলাম ও সলিমপুর ইউনিয়নের বড়ইচরা গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে শিশির (১৫)।
পাকশী হাইওয়ে থানার ওসি আশিষ কুমার স্যান্যাল বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি। পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। হতাহতদের নাম-পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
ওসি আশিষ কুমার স্যান্যাল আরো জানান, এখনো হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় উদ্ধার কার্যক্রম চলছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।