চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে গত ৭ অক্টোবর হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। ওই সময় তারা জানায়, গাজায় হামাসের সব সুড়ঙ্গ ধ্বংস করার পাশাপাশি; তাদের পুরোপুরি নির্মূল করা হবে।
তবে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল রোববার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধের ১১৪ দিন পর (প্রায় চার মাস) এখনো গাজায় হামাসের ৮০ শতাংশ সুড়ঙ্গ অক্ষত রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, এখন পর্যন্ত হামাসের কত শতাংশ সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে সেটি বোঝা মুশকিল। তবে তাদের ধারণা, হয়ত ২০ থেকে ৪০ শতাংশ সুড়ঙ্গ ধ্বংস অথবা ব্যবহারের অনুপযোগী করে দেওয়া হয়েছে।