শিরোনাম

প্রেক্ষাগৃহে আসছে মেহজাবীনের ‘প্রিয় মালতী’

Views: 7

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রিয় মালতী’ অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এই সিনেমাটি আগামী ২০ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি মেহজাবীনের প্রথম সিনেমা যা দেশীয় প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।

সিনেমায় মেহজাবীন অভিনয় করেছেন নামভূমিকায়। মালতী রানী দাশ নামে এক নিম্ন-মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্র রূপায়ন করেছেন তিনি। মালতী তার জীবনের নানা সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যায় এবং পলাশ কুমার দাশ নামে এক তরুণের সঙ্গে শুরু করে জীবনের নতুন অধ্যায়।

প্রেক্ষাগৃহে নিজের সিনেমা দেখার জন্য উত্তেজিত মেহজাবীন বলেন, “এটি আমার প্রথম সিনেমা, যা বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে। অনুভূতিটা একদম ভিন্ন। আমি ভক্তদের ও প্রিয়জনদের সঙ্গে এটি দেখতে উদগ্রীব। আশা করি, সবার ভালো লাগবে।”

সিনেমাটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। তিনি জানান, “‘প্রিয় মালতী’র গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। মালতীর সংগ্রাম ও সমস্যাগুলো শুধুমাত্র তার একার নয়, এটি দেশের অনেক নারীর বাস্তবতা। অন্তঃসত্ত্বা মালতীর সামাজিক ও ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে লড়াই সমাজের প্রচলিত নিয়ম-কানুনকে প্রশ্নবিদ্ধ করে। সিনেমাটি কেবল একটি গল্প নয়, বরং নারীর জীবনের কঠিন সত্য তুলে ধরেছে।”

মেহজাবীনের পাশাপাশি সিনেমায় অভিনয় করেছেন— নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *