পটুয়াখালীর দুমকি উপজেলার প্রেসক্লাব দুমকির ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে মোঃ দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ কামাল হোসেন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রেসক্লাবের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার মোঃ বাহদুর হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সুমন মৃধা।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন সভাপতি এবং দৈনিক আমার দেশের প্রতিনিধি মোঃ কামাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নতুন নেতৃত্বে প্রেসক্লাবের উন্নয়নে নতুন পরিকল্পনা এবং কার্যক্রম গ্রহণের প্রত্যাশা করছেন সদস্যরা।
নবনির্বাচিতরা প্রেসক্লাবের কার্যক্রমকে গতিশীল এবং উন্নত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম